OrdinaryITPostAd

মুলতানি মাটি দিয়ে ত্বকের যত্ন সর্ম্পকে বিস্তারিত জানুন

মুলতানি মাটি দিয়ে ফর্সা হওয়ার উপায়প্রিয় পাঠক মুলতানি মাটি দিয়ে কিভাবে ত্বকের যত্ন নিতে হয় সে সম্পর্কে কোন ধারণা আপনার নেই। তাই অনেক খোঁজাখুঁজির পরে এর সঠিক কোন সমাধান খুঁজে পাননি। এই আর্টিকেলের মাধ্যমে আমরা কিভাবে মুলতানি মাটি দিয়ে ত্বকের যত্ন করতে হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।  আশা করি পুরো আর্টিকেলটি যদি আপনি মনোযোগ সহকারে পড়ে থাকেন তাহলে আপনি আপনার সমস্যার সমাধান পাবেন।


নিচে মুলতানি মাটির ব্যবহার, মুলতানি মাটি দিয়ে কিভাবে ত্বকের যত্ন করতে হয়, মুলতানি মাটির উপকারিতা ও আরো অন্যান্য পয়েন্ট নিয়ে আলোচনা করেছি যেগুলো আপনার অনেক উপকারে আসবে।


মুলতানি মাটি দিয়ে ত্বকের যত্ন সর্ম্পকে বিস্তারিত জানুন


ভূমিকা

রূপচর্চার ক্ষেত্রে মুলতানি মাটির কোন তুলনা হয় না। পাকিস্তানের মুলতান প্রদেশে পাওয়া যায় মুলতানি মাটি। তার ওই নাম অনুসারে এই মাটির নাম মুলতানি মাটি। মুলতানি মাটি দুই রঙের হয়ে থাকে হলুদ ও ধূসর বা কালচে রঙের। মুলতানি মাটি ত্বকের ভেতর থেকে ময়লা পরিষ্কার করে ত্বককে  করে তোলে।


 মুলতানি মাটি চুলে ও ত্বকে ব্যবহার করা হয়। শুধু নারীরা নয় পুরুষরাও রূপচর্চার ক্ষেত্রে এখন মুলতানি মাটি ব্যবহার করে। মুলতানি মাটি প্রাকৃতিক হয় এর কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তাই মানুষ নিশ্চিন্তে মুলতানি মাটি ব্যবহার করতে পারে মুলতানি মাটির ফেসপ্যাক ব্যবহার করে মানুষ ত্বক উজ্জ্বল ও ফর্সা করে তোলে।

মুলতানি মাটি চেনার উপায়ঃ

বহু বছর ধরে মানুষ রুপ চর্চায় মুলতানি মাটি ব্যবহার করে আসছে। মুলতানি মাটির প্রাকৃতিক পরিষ্কার  ক্ষমতার কারণে নারী-পুরুষ নির্বিশেষে ত্বক ও চুলের যত্নে এটি ব্যবহার করে আসছে। মুলতানি মাটিতে বিদ্যমান বিভিন্ন ধরণের গুরুত্বপূর্ন উপাদান রুপচর্চার জন্য অত্যন্ত কার্যকর।


 বর্তমানে উন্নতমানের প্রসাধনী তৈরীতে মুলতানি মাটি ব্যবহার করা হচ্ছে। বাজারে দুই ধরণের মুলতানি মাটি পাওয়া যায়।তার মধ্যে একটি হলুদ রঙের আর অপরটি হচ্ছে কালচে ধূসর রঙের। তবে বাদামী রঙের মুলতানি মাটির চেয়ে হলুদ রঙের মুলতানি মাটি আমাদের রুপচর্চায় বেশী ব্যবহিত হয়।


মুলতানি মাটি কোথায় পাওয়া যায়ঃ

পাকিস্তানের মুলতান শহরে ১৮০০ শতাব্দীতে সর্বপ্রথম  মুলতানি মাটির খোঁজ পাওয়া যায়। মুলতান শহরের নাম অনুসারে এই মাটির নাম রাখা হয় মুলতানি মাটি। বিশেষ করে সৌন্দর্য চর্চার জন্য মুলতানি মাটি ব্যবহার করা হয়। তাছাড়া কসমেটিকস বা প্রসাধনীর দোকানে মুলতানি মাটি পাওয়া যায়। 


 মুলতানি মাটি দিয়ে ত্বকের যত্নঃ

রুপচর্চায় মুলতানি মাটি ব্যবহারের জুরি মেলা দায়। ত্বকের উপর জমে থাকা তেল, ময়লা ও টক্সিন দূর করতে মুলতানি মাটির তুলনা হয় না। এছাড়া ত্বকের কালচে ভাব ও ব্রণ দূর করতে মূলতানি মাটির ফেস প্যাক ব্যবহার করতে পারেন। মুলতানি মাটি ত্বকের উজ্জলতা বাড়ায়। আপনাদের সুবিধার জন্য নিচে মুলতানি মাটির কিছু ব্যবহার নিচে দেওয়া হলঃ

  •  এক চামুচ মুলতানি মাটির সাথে সামান্য হলুদ গুড়া ও গোলাপ জল মিশিয়ে ঘন পেস্ট বানিয়ে এটা মুখে ও গলায়  লাগিয়ে রাগতে হবে। শুকিয়ে গেলে ঠাণ্ডা পানি দিয়ে মুঘ  ভাল করে  ধুয়ে নিতে হবে।                 
  • একটি টমেটো পেস্ট করে নিন।এর সাথে দুই টেবিল চামুচ মুলতানি মাটি ও এক চামুচ লেবুর  রস ্মিশিয়ে নিন। এবার মুখ ও গলার ত্বকে লাগিয়ে রাখুন।শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।        
  •  শসার রসের সাথে মুলতানি মাটি মিশিয়ে ত্বকে লাগান। এই মাস্ক ত্বকে কুলিংএফেক্ট এনে দেয় এবং .দুই চামুচ মুলতানি মাটির সাথে এক চামুচ নিমের গুঁড়া মিশিয়ে  প্রয়োজন মতো গোলাপজল মিশিয়ে পেস্ট বানিয়ে নিন এই পেস্ট  ত্বকে লাগিয়ে ২০ থেকে২৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।

মুলতানি মাটির উপকারিতাঃ

রুপ চর্চায় অর্গানিক উপাদানগুলোর তুলনা অপরিসীম। মুলতানি মাটি এমনই একটি অর্গানিক উপাদান যা বহু যুগ ধরে সৌন্দর্য চর্চায় ব্যবহার হয়ে আসছে। ম্যাগনেসিয়াম ক্লোরাইড সম্রিধ  এই মুলতানি মাটি  ত্বকের বিভিন্ন সমস্যা  প্রাকৃতিকভাবে দূর করে ত্বককে ভিতর থেকে সুন্দর করে তোলে।


  মুলতানি মাটি ত্বকের তৈলাক্ততা দূর করে।ত্বকের উপরিভাগে জমে থাকা সমস্ত তেল, ময়লা ও মেকআপ পরিষ্কার করে দেয়।তাছাড়া ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে ও ত্বককে টানটান করতে  মুলতানি মাটি ব্যবহার করা হয় 

শুষ্ক ত্বকে মুলতানি মাটির ব্যবহারঃ

তৈলাক্ত ত্বকের জন্য মুলতানি মাটি সবচেয়ে বেশি কার্যকর।তবে শুষ্ক ত্বকেও মুলতানি মাটি যতেষ্ট কার্যকর। মুলতানি মাটি ব্যবহার করলে শুষ্ক ত্বকেও উজ্জ্বলতা আসে। এই উপাদানটি ত্বককে গভীরভাবে পরিষ্কার করার পাশাপাশি রক্ত সঞালন উন্নত করতে সাহায্য করে।


 পাশাপাশি প্রদাহ দূর করে ত্বকের উপর আরাম প্রদাহ করে মুলতানি মাটি। মুলতানি মাটির মধ্যে শীতল প্রদাহ রয়েছে।এটি ব্রণ জ্বালা ভাব , লালচে ভাব দূর করতে সাহায্য করে।


মুলতানি মাটির অপকারিতাঃ

মুলতানি মাটির বিশেষ কোনো অপকারিতা না থাকলেও এটি ব্যবহারের সঠিক নিয়ম না জানার কারণে মানুষ ত্বকের নানা ক্ষতি সাধন  করেন।একেক জনের ত্বক যেমন একেক রকম তেমনি এর ব্যবহারবিধি  ত্বক ভেদে আলাদা।


যাদের ত্বক অত্যন্ত শুষ্ক তারা প্রতিদিন মুলতানি মাটি ব্যবহার করলে ত্বক আরও শুষ্ক হবে এবং ত্বকে ব্রণের উপদ্রব বাড়তে পারবে।তাই সপ্তাহে দুই দিন এই মাটি ব্যবহার করাই যতেষ্ট। প্রতিটি প্রাকৃতিক উপাদানই কিছু না কিছু গুনাগুন দিয়ে ভরপুর থাকে। এর  সঠিক এবং পরিমিত ব্যবহার আপনার জন্য বয়ে নিয়ে আসতে পারে নানান উপকারিতা।

লেখকের মন্তব্যঃ

প্রিয় বন্ধুরা এ পোষ্টের মাধ্যমে আমরা মুলতানি মাটি দিয়ে কিভাবে ত্বকের যত্ন করতে হয়, মুলতানি মাটি চেনার উপায়, মুলতানি মাটি কোথায় পাওয়া যায় ইত্যাদি সম্পর্কে জানাতে  পেরেছি। আমরা আরো জানতে পেরেছি মুলতানি মাটির উপকারিতা, কিভাবে মুলতানি মাটি ফেসপ্যাক তৈরি করে ত্বককে উজ্জ্বল ও সুন্দর করা যায়।


 এই পোস্টটি পড়ে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আর্টিকেলটি পরে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আপনার আপনার বন্ধু-বান্ধবের সঙ্গে শেয়ার করবেন।




 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সাফান বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url