OrdinaryITPostAd

জেনে নিন বিয়ে বাড়ির বাবুর্চির হাতে তৈরি জর্দা পোলাও রেসিপি

বিয়ে বাড়ির বোরহানি রেসিপিনিশ্চয়ই আপনারা জর্দা পোলাও খুব পছন্দ করেন কিন্তু বিয়ে বাড়ির মত জর্দা পোলার স্বাদ কোথাও খুঁজে পান না, এমনকি নিজে তৈরি করতেও পারেন না। তাই আপনারা রেসিপি খুঁজতেছেন কিভাবে বিয়ে বাড়ির মত পারফেক্ট জর্দা পোলাও তৈরি করা যায়। আজকের আর্টিকেলে আমরা আপনাদেরকে জানাতে যাচ্ছি বিয়ে বাড়ির বাবুর্চির হাতের তৈরি জর্দা পোলার রেসিপি সম্পর্কে। আশা করি পুরো আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়বেন তাহলে পারফেক্ট রেসিপি জানতে পারবেন।

নিচে আর্টিকেলে আমরা জর্দা পোলার উপকরণ এবং জর্দা পোলাও রেসিপি বিস্তারিত ভাবে আলোচনা করেছি।

জেনে নিন বিয়ে বাড়ির বাবুর্চির হাতে তৈরি জর্দা পোলাও রেসিপি

ভূমিকাঃ

অত্যন্ত সুস্বাদু এবং মজাদার একটি খাবার হল জর্দা পোলাও। জর্দা পোলাও পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া দুরূহ। আর বিয়ে বাড়ি মানেই জর্দা পোলাও। এটি হলো যে কোন বিয়ে বাড়ির মেইন আকর্ষণ। অনেকেই বিয়ে বাড়িতে যায় বিশেষ করে এই জর্দা পোলাও এর জন্য।

 কিন্তু বিয়ে বাড়ির জর্দা  পোলার স্বাদ অন্যরকম হয়ে থাকে। আপনারা নিশ্চয়ই বাড়িতে অনেক ভাবেই জর্দা পোলা তৈরি করেন কিন্তু বিয়ে বাড়ির জর্দা বলার মত অর্থনৈতিক স্বাদ আসে না। তাই আপনারা বারবার তৈরি করেও ব্যর্থ হয় আশা ছেড়ে দিয়েছেন নিশ্চয়ই।

 তাই আজকে আমরা আপনাদের সামনে বিয়ে বাড়ির বাবুর্চির হাতে তৈরি জর্দাপোলায়ের রেসিপি তুলে ধরেছি সম্পূর্ণ ট্রিপস ও ট্রিক সহ। আর আপনারা যদি এইভাবে জর্দা পোলাও তৈরি করেন তাহলে অবশ্যই বিয়ে বাড়ির অথেন্টিক স্বাদ পাবেন।

উপকরণঃ

পারফেক্ট জর্দাপোলাও তৈরি করতে বিভিন্ন ধরনের উপকরণ লাগে। নিম্নে সেই উপকরণগুলো দেওয়া হলো-

  • চিনিগুঁড়া চাল ২৫০ গ্রাম
  • জর্দা রং
  • কিসমিস
  • মোরব্বা কুচি  ২৫ গ্রাম
  • চিনি ১২৫ গ্রাম
  • আনারস কুঁচি আধা কাপ
  • গোলাপ জল ১ টেবিল চামচ
  • ঘি ২ টেবিল চামচ
  • পানি
  • তেল আধা কাপ
  • বেবি সুইট
  • কাজুও কাঠবাদাম কুচি
  • মাওয়া ২
  • ছোট এলাচ ৫-৬ টা
  • তেজপাতা ১ টি
  • লবঙ্গ ৪-৫ টা
  • দারুচিনি ১-২ টুকরো

প্রণালীঃ

প্রথমে চাল ১০ থেকে ১৫ মিনিট পানিতে ভিজিয়ে রাখতে হবে। তারপর একটি পাতিলে কিছু পানি, জর্দার রং, ছোট এলাচ দিয়ে ভালো ভাবে জ্বাল করে নিতে হবে। এবার পানি ফুটতে শুরু করলে ভেজানো চাল পানির মধ্যে দিতে হবে। এরপর পানির বেশ কিছুক্ষণ জ্বালাতে হবে যাতে চাল ফিফটি পার্সেন্ট অর্থাৎ আধা সেদ্ধ হয়।

 তবে জর্দা বানাতে গেলে এটাই সব চেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। চালের সেদ্ধ যাতে পারফেক্ট হয়। কারণ চাল বেশি সেদ্ধ হলে জর্দা খেতে একদম ভালো লাগবে না। চাল আধা সেদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে একটি জালির মাধ্যমে পানি ছড়িয়ে নিতে হবে। এরপর চুলার ওপর একটি পাত্র বসিয়ে দিতে হবে।

 এরপর পাত্রের মধ্যে আধা কাপ পানি, চিনি দারুচিনি, তেজপাতা, কিসমিস ও আনারস কুচি দিয়ে ভালোভাবে জাল করতে হবে। জাল করতে করতে চিনি যখন ঘন হয়ে শিরায় পরিণত হবে কিন্তু খেয়াল রাখতে হবে চিনিতে যাতে কোন তার না আসে চিনি মোটামুটিভাবে ঘন হয়ে এলে এবার সেদ্ধ চাল চিনির মধ্যে দিতে হব। 

 তারপর এর মধ্যে তেল, মোরব্বা কুচি, দুই টেবিল চামচ ঘি ও সামান্য পানি ছিটিয়ে দিয়ে ঢাকনা দিয়ে পনেরো থেকে বিশ মিনিট মৃদু আঁচে জাল করতে হবে। পানি শুকিয়ে এলে জর্দা খাওয়ার জন্য তৈরি হয়ে যাবে। এবার একটি সারভিং ট্রে এর মধ্যে জর্দা ঢেলে নিয়ে এর মধ্যে উপর থেকে কাঠ বাদাম কুচি, কাজু বাদাম কুচি, বেবি সুইট ও মাওয়া দিয়ে পরিবেশন করতে হবে।

শেষ কথাঃ

আজকে আর্টিকেলে আমরা আপনাদেরকে অসম্ভব মজার এবং সুস্বাদু জর্দা পোলার রেসিপি বিভিন্ন ট্রিপস ও  ট্রিক সহ আলোচনা করেছি বা তুলে ধরেছি। আশা করি এভাবে আপনারা  জর্দা পোলাও তৈরি করলে আপনাদের  জর্দা পোলার মধ্যেও বিয়ে বাড়ির স্বাদ পাবেন।

 এই ওয়েবসাইটে আমরা মাঝে মাঝে কিছু রেসিপি দিয়ে থাকি আর এসব রেসিপি যদি আপনাদের লাগে তাহলে কমেন্টস করে জানাতে পারেন যাতে আমরা আরো বেশি বেশি অনুপ্রাণিত হই এবং আপনাদের সামনে নতুন নতুন রেসিপি তুলে ধরতে পারি।

 তাছাড়া রেসিপিটি পেয়ে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে রেসিপিটি আপনাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করবেন। আর এরকম নিত্যনতুন রেসিপি পেতে আমাদের ওয়েবসাইটে সাথে থাকবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সাফান বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url