OrdinaryITPostAd

আইফোন ব্যবহারের নিয়ম এবং কোন দেশে আইফোনের দাম সবচেয়ে কম জানুন

বাংলাদেশে আইফোনের শোরুম কোথায়?নিশ্চয়ই আপনারা আইফোন নেওয়ার কথা ভাবছেন, কিন্তু আইফোনের ব্যবহার সঠিকভাবে জানেন না এবং কোন দেশে আইফোনের দাম সবচেয়ে কম এ নিয়ে আপনাদের আপনাদের মনে অনেক কৌতুহল জাগে। কিন্তু এ বিষয়ে সেরকম সঠিক কোন তথ্য পান না।

আইফোন ব্যবহারের নিয়ম  এবং কোন দেশে আইফোনের দাম সবচেয়ে কম জানুন

তাই আজকের আর্টিকেলে আমরা আইফোন নিয়ে আপনার  আপনাদের মধ্যে যা যা জানার আগ্রহ আছে সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করতে যাচ্ছি।  আশা করি আর্টিকেলটি আপনারা পুরো মনোযোগ সহকারে পড়বেন।

ভূমিকাঃ

 বর্তমানে আইফোন প্রত্যেকের কাছে স্বপ্নের মত। কিন্তু সবার পক্ষে এই স্বপ্ন পূরণ করার সামর্থ্য থাকে না। আইফোনের মূল্য অনেক বেশি হওয়ার কারণে অনেকের ইচ্ছা থাকলেও এটাকে কেনা সম্ভব হয় না। বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের আইফোন এর মডেল পাওয়া যাচ্ছে।

 আর এগুলোর দাম মডেল ভেদে বিভিন্ন হয়ে থাকে। কিছু কিছু দেশ আছে যেগুলোতে এর দাম তুলনামূলকভাবে কম হয়ে থাকে। নিচে সেই দেশগুলো সম্পর্কে বলা হয়েছে।

আইফোন মানে কি?

আইফোন হলো অ্যাপল দ্বারা তৈরি একটি স্মার্ট ফোন যা একটি কম্পিউটার, আইপড, ডিজিটাল ক্যামেরা এবং সেলুলার ফোনকে একটি টাচ স্কিন ইন্টারফেসের সাথে একটি ডিভাইসে একত্রিত করে।

আইফোনের কাজ কি?

আইফোনকে ভিডিও ক্যামেরা হিসেবে ব্যবহারের পাশাপাশি ক্যামেরা ফোন, গ্রহণযোগ্য মিডিয়া প্লেয়ার, ইন্টারনেট মাধ্যম, ভিজুয়্যাল ভয়েস মেইল ক্লাইন্টসহ ওয়াইফাই ও থ্রিজি কানেক্টর হিসেবে ব্যবহার করা যায়। আইফোনের পর্দাটি মাল্টি টাচস্ক্রিন প্রকৃতির। যেখানে একটি ভার্চুয়াল কিবোর্ডের সুবিধা রয়েছে।

আইফোন কোন দেশের কোম্পানি?

অ্যাপল ইনকরর্পোরেটেড (ইংরেজি: Apple, Inc.) একটি বিখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি, যেটি কনজ্যুমার ইলেকট্রিক, কম্পিউটার সফটওয়্যার এবং অনলাইন সেবা ডিজাইন, ডেভলপ ও বিক্রি করে।

আইফোন কে আবিষ্কার করেনঃ

স্টিভ জবস নামক একজন ব্যক্তি আইফোন আবিষ্কার করেন। স্টিভ জবস হলেন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং এর সাথে সাথে তিনি একজন বিজনেসম্যান এবং ডিজাইনার। যিনি আইফোনের বিজনেস দাঁড় করানোর পেছনে অনেক বড় একটি ভূমিকা রেখেছেন এবং বিভিন্ন আইফোন মডেলের ডিজাইন তৈরিতে তার অবদান রয়েছে।

আইফোনের মালিক কেঃ

বর্তমানে অ্যাপলের মালিক হলেন স্টিভ জবস। স্টিভ জবস এর মৃত্যুর পর কোম্পানির পুরো কাজের দায়িত্ব টিম কুকের উপরে চলে আসে। আপাতত টিম কুক অ্যাপল কোম্পানির সিইও পদে কাজ করছেন।

কোন দেশের আইফোন সবচেয়ে ভালোঃ

আইফোনের গুনমান সব দেশে একই থাকে, কারণ সব আইফোনই অ্যাপল কোম্পানি ডিজাইন করে
এবং বিভিন্ন মান নিয়ন্ত্রণের মধ্য দিয়ে উৎপাদিত হয়। উৎপাদন মূলত চীনে হয় এবং এরপর বিশ্বের বিভিন্ন দেশের রপ্তানি করা হয়। তাই আইফোনের গুণমান বা পারফোম্যান্সে দেশে দেশে ভিন্নতা থাকে না।

আইফোনের ব্যাটারি কখন পাল্টাবেন?

আই ফোনের ব্যাটারি যদি কখনোই পুরো একশো শতাংশ চার্জ না হয়, তাহলে বুঝবেন এবার আপনার ফোনের কার্যক্ষমতা শেষ হয়ে এসেছে। অর্থাৎ এটা জানা খুবই গুরুত্বপূর্ণ যে, একবার ব্যাটারি খারাপ হয়ে গেলে এর প্রভাব ফোনের উপরও পড়ে। আর এজন্যই আগে থাকতেই সতর্ক থাকুন।

আইফোন ব্যবহারের নিয়মঃ

আইফোন ব্যবহারের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম ও নির্দেশিকা রয়েছে যা নতুন ব্যবহারকারীদের জন্য উপকারী হতে পারে। এখানে আইফোন ব্যবহারের কিছু নিয়ম উল্লেখ করা হলো-

প্রাথমিক স্ট্যাটাসঃ নতুন আইফোন চালু করার পর প্রথমে সেটআপ উইজার্ড অনুসরণ করুন। এটি আপনাকে ভাষা, দেশ ওয়াই-ফাই সংযোগ এবং অ্যাপল আইডি সেটাপ করতে সাহায্য করবে। তারপর একটি শক্তিশালী পাসওয়ার্ড এবং ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডি যোগ করুন আপনার ফোনে নিরাপত্তার জন্য।

অ্যাপল আইডি ও আইক্লাউডঃ অ্যাপল আইডি দিয়ে আইফোনে লগইন করুন এবং আইক্লাউড অ্যাকাউন্ট চালু করুন। আইক্লাউড ফটোস, কন্ট্রাক্টস এবং নোটগুলোর ব্যাকআপ রাখতে সাহায্য করে।

অ্যাপস ডাউনলোড ও আপডেটঃ অ্যাপ স্টোর থেকে নতুন অ্যাপস ডাউনলোড করতে এবং আপডেট করতে অ্যাপল আইডি ব্যবহার করুন। অপরিচিত সোর্স থেকে অ্যাপ ডাউনলোড করবেন না, এটি নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

নিরাপত্তা ও গোপনীয়তাঃ ডিভাইসের ফাইন্ড মাই অ্যাপল ফিচার চালু রাখুন। এটি চালু রাখার ফলে আইফোন হারিয়ে গেলে এটি খুঁজে পাওয়া সহজ হয়। তারপর প্রাইভেসি সেটিংসে গিয়ে অ্যাপ গুলোর লোকেশন অ্যাক্সেস নিয়ন্ত্রণ করুন এবং প্রয়োজনের অতিরিক্ত অনুমতি দেবেন না।

ব্যাটারি ও পারফরম্যান্স মেইনটেনেন্সঃ আইফোনের ব্যাটারি স্থায়িত্বের জন্য চার্জিং এর সময় অতিরিক্ত উত্তাপের বিষয়টি খেয়াল রাখবেন। আর এজন্য ব্যাটারি সেভার মোড (লো পাওয়ার মোড) চালু করতে পারেন, বিশেষত যখন ব্যাটারি চার্জ কম থাকবে।

আপডেট মেইনটেইন করুনঃ নিয়মিত আইওএস সফটওয়্যার আপডেট রাখুন। এতে নতুন ফিচার, বাগ ফিক্স এবং নিরাপত্তা আপডেট আসে যা ডিভাইসের পারফরম্যান্স ভালো রাখে।

সর্তকতার সঙ্গে ইন্টারনেট ব্রাউজিং ও ডাউনলোডঃ Safari ব্রাউজার ব্যবহার করার সময় অজানা লিংকে ক্লিক করবেন না এবং অজানা ফাইল ডাউনলোড করবেন না। এতে ম্যালওয়্যার বা ভাইরাস সংক্রমণ হতে পারে।

ব্যাকআপ রাখাঃ নিয়মিত ডেটা ব্যাকআপ নিয়ে রাখুন। আই ক্লাউড বা আইটিইউনস ব্যবহার করে ডেটা ব্যাকআপ করা যায়।

কোন দেশে আইফোনের দাম সবচেয়ে কমঃ

আইফোনের দাম এর পার্থক্য সাধারণত বিভিন্ন দেশের কর নীতি, আমদানি শুল্ক এবং স্থানীয় বাজারে চাহিদার উপর নির্ভর করে। ২০২৪ সালের বর্তমান মূল্য অনুযায়ী কিছু দেশে আইফোনের দাম তুলনামূলকভাবে কম পাওয়া যায়। আসুন জেনে নেওয়া যাক সেই দেশগুলো সম্বন্ধে-

কানাডাঃ আইফোন গত এক বছরে কানাডার বাজার শেয়ারের ৫৯.৩৩% দখল করে আছে। এখানেও বিভিন্ন স্টেটগুলোর সাথে সাথে আইফোন-১৪ ক্রয়ের উপর অতিরিক্ত কর ধার্য হবে। উদাহরণস্বরূপ, অন্টারিওতে আইফোন-১৪ এর জন্য ১,০৯৯ কানাডিয়ান ডলার খরচ হবে।

 প্রতিটি কানাডিয়ান ডলার ৭৯.০৭ টাকা করে হলে বাংলাদেশী টাকায় এর দাম হয় ৮৬ হাজার ৬২৪ টাকা। এর সঙ্গে অতিরিক্ত রাষ্ট্রীয় ট্যাক্স হিসেবে আরও ১৪৩ ডলার (১১ হাজার ৩০৮ টাকা) যুক্ত হবে। ফলে চূড়ান্ত মূল্য দাঁড়াবে ১,২৪২ ডলার বা ৯৮ হাজার ২০৬ টাকা; তাও বাংলাদেশের তুলনায় প্রায় দেড় হাজার টাকা কম।

জাপানঃ সেপ্টেম্বর মাসে জাপানিজ মুদ্রা ইয়েনের এর দাম কমেছে ২৪ শতাংশ। সে অনুসারে, জাপানের ক্রেতারা আইফোন- ১৪ এর জন্য আইফোন ১৩-এর মূল্যের ২০ শতাংশ বেশি অর্থ প্রদান করবে। তবে তা বাংলাদেশের দামের তুলনায় বেশ কম। 

প্রতি ইয়েন ০৭৩ টাকা হারে আইফোন- ১৪ এর জন্য বাংলাদেশী খরচ করতে হবে ৮৬,৮৯৫ টাকা, যা জাপানের বাজারে ১১৯,৮০০ ইয়েন।

চীনঃ অ্যাপেল তার অন্যতম গুরুত্বপূর্ণ বাজার মেইনল্যান্ড চীনে আইফোনের দাম অপরিবর্তিত রেখেছে। চলতি বছরের দ্বিতীয় ত্রইমাসিকে চীনে ১২ শতাংশ বেড়েছে।

বাংলাদেশে আইফোনের দাম?

  • আইফোন ১৩ = ৭০,০০০- ৯০,০০০ টাকা।
  • আইফোন ১৪ প্রো ম্যাক্স =১,৭০,০০০- ২,০০,০০০ টাকা।
  • আইফোন ১৫ = ১,২৫,০০০- ১,৪৫,০০০ টাকা।
  • আইফোন ১৫ প্রো = ১,৬০,০০০- ১,৮০,০০০ টাকা।
  • আইফোন ১৫ প্রো ম্যাক্স = ২,০০,০০০- ২,৩০,০০০ টাকা।
  • আইফোন ১৬ প্রো = ১,৬৯,৯৯৯ টাকা।
  • আইফোন ১৬ প্রো ম্যাক্স = ১,৮০,০০০ টাকা।
এগুলো হচ্ছে আনুমানিক দাম, যার সময় এবং দোকানভেদে পরিবর্তিত হতে পারে। তাছাড়া সঠিক দাম জানতে হলে স্থানীয় বিক্রয়াদের সাথে যোগাযোগ করতে পারেন।

সবচেয়ে কম দামের আইফোন কোনটিঃ

আইফোনের এসইকে অ্যাপলের সবচেয়ে সস্তা ফোন হিসেবে ধরা হয়। ফোনটির দাম ৫০০ মার্কিন ডলারের কম হলে এটি ভালো ব্যবসা করতে পারবে বলে মনে করেন অনেক বিশেষজ্ঞরা। তাহলে আইফোন এসই প্রতিযোগিতার বাজারে অন্যান্য মিড রেঞ্জের আইফোন কে সহজে দেখা দিতে পারবে। আসলে দামের বিষয়ে এখনো সেরকম কোন নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।

আইফোনের চার্জ কত রাখা ভালোঃ

আপনার আইফোন কে যদি ভালো রাখতে চান তাহলে অবশ্যই আপনার জানার দরকার আইফোনের চার্জ কত রাখা উচিত। এজন্য আইফোনের যদি স্বাস্থ্য ভালো রাখতে চান, তাহলে আইফোনের চার্জ ২০-৮০% রাখবেন।

আইফোনে ১০০% চার্জ দেওয়া কি ভালো?

আইফোনে ১০০% চার্জ দেওয়া ব্যাটারির স্বাস্থ্যের জন্য মোটেই ভালো নয়। তবে আপনার ফোনে আপনি অল্প অল্প করে চার্জ দিতে পারেন এতে আপনার ফোন ভালো থাকবে। যেমন ৪০-৬০ শতাংশ কিংবা ৬০- ৭৫ শতাংশ চার্জ রাখাই ভালো। কেননা এই দুই পরিমান আইফোনের লিথিয়াম আয়রন ব্যাটারির জন্য ভালো।

আইফোনে কখন চার্জ দিতে হয়?

আইফোনের চার্জ দেওয়ার জন্য উপযুক্ত সময় হচ্ছে যখন এটির চার্জ ২০% এর নিচে চলে যায় তখন এটি চার্জ দেওয়া ভালো। আর যদি প্রাথমিকভাবে আপনার কাছে কোন প্রকার চার্জার না থাকে, থাকলে তাহলে এটি শূন্যে যাওয়ার ঝুঁকি এড়াতে এবং আপনার ফোনের প্রয়োজন হবে অপ্রত্যাশিত শাট প্রতিরোধ করতেডাউন প্রতিরোধ করতে

আইফোনের ব্যাটারি কখন পরিবর্তন করবঃ

আইফোনের ব্যাটারির কখন পরিবর্তন করতে হবে এটা জানার জন্য আপনাকে লক্ষ্য রাখতে হবে যদি আপনার আইফোনের ব্যাটারির স্বাস্থ্য ৮০%-এর কম হয় এবং আপনি স্ক্রিন অন-টাইম কম পান তাহলে সম্ভবত আপনার আইফোনেরব্যাটারির প্রতি স্থাপন করার উত্তম সময়।

 আপনি যদি ঘনঘন এফ ক্র্যাশ বা ফ্রেম ড্রপ লক্ষ্য করেন, তাহলে ব্যাটারি ত্রুটি হতে পারে। এরকম লক্ষণ প্রকাশ পেলেই আপনার জন্য ব্যাটারি পরিবর্তন করাই উত্তম হবে।

কোন আইফোনের আয়ুষ্কাল সবচেয়ে বেশি?

আইফোন 4 এ পর্যন্ত উৎপাদিত যে কোন আইফোনের মধ্যে একটি দীর্ঘতম আয়ু ছিল যা চার বছরের কাছাকাছি এবং কিছু ২০১৫ সালের শুরু পর্যন্ত উপলব্ধ ছিল।

পরিশেষেঃ

এখন পর্যন্ত যারা পুরো আর্টিকেলটি পড়েছেন তারা নিশ্চয়ই জানতে পেরেছেন কোন দেশে আইফোনের দাম কম এবং বাংলাদেশে আইফোনের দাম কি রকম। কিন্তু অবস্থান ভেদে এইসব দামের তারতম্য হতে পারে। তাছাড়া এই আর্টিকেলে আইফোন ব্যবহারের নিয়মসহ আইফোন সম্পর্কে আরো খুঁটিনাটি অনেক বিষয় তুলে ধরেছি যা আপনাদের অনেক উপকারে আসবে। 

সত্যি যদি আর্টিকেলটি আপনাদের উপকারে আসে তাহলে আপনাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন কনটেন্ট পেতে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সাফান বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url