OrdinaryITPostAd

মুসলমানের জন্য ঘুম থেকে ওঠার পর করণীয় কি জানুন?

সকালে ঘুম থেকে ওঠার উপায়নিশ্চয়ই আপনারা অনেকেই আছেন যারা সকালে ঘুম থেকে ওঠেন না কারণ আপনারা সকালে ঘুম থেকে ওঠার পর কি করতে হয় সে সম্পর্কে জানেন না। তাই আজকে আর্টিকেলে মাধ্যমে আমরা আপনাদেরকে জানাতে চাচ্ছি সকালে ঘুম থেকে ওঠার পর করণীয় সম্পর্কে।

মুসলমানের জন্য ঘুম থেকে ওঠার পর করণীয় কি জানুন?

সকালে ঘুম থেকে ওঠা শরীর এবং স্বাস্থ্যের জন্য খুবই ভালো। তাছাড়া হাদিসে সকালে ঘুম থেকে ওঠার প্রতি অনেক জোর দিয়েছে। কেননা সকালবেলা ইবাদত কবুলের উত্তম সময়। কিন্তু বর্তমানে আমরা এমন হয়ে গেছি সকালে ঘুম থেকে ওঠাটা আমাদের কাছে খুবই বিরক্তিকর মনে হয়। আপনারা যদি জানতেন সকালে ঘুম থেকে ওঠার কত উপকারিতা আছে তাহলে নিশ্চয়ই আপনারা সকালে ঘুম থেকে ওঠার চেষ্টা করতেন।

মুসলমানের জন্য ঘুম থেকে ওঠার পর করণীয়ঃ

মুসলমানদের জন্য ঘুম থেকে ওঠার পর করণীয় কিছু গুরুত্বপূর্ণ সুন্নত ও দোয়া রয়েছে। এ সম্পর্কে ইসলামে বিভিন্ন হাদিসে নির্দেশনা দেওয়া হয়েছে। ঘুম থেকে ওঠার পর এসব আমল পালন করা সুন্নত এবং আল্লাহর নৈকট্য অর্জনে সহায়তাকারী। তবে আসুন জেনে নেওয়া যাক আমাদের জন্য ঘুম থেকে ওঠার পর করণীয় সমূহ-

হাত দিয়ে ঘুমের প্রভাব দূর করাঃ

 প্রত্যেক মুসলমানের জন্য ঘুম থেকে ওঠার পর প্রধান করণীয় কাজ হল হাত দিয়ে চেহারা থেকে ঘুমের প্রভাব দূর করা। (বুখারি, হাদিস: ৬৩২৪)

ঘুম থেকে ওঠার দোয়া করাঃ ঘুম থেকে ওঠা দোয়াটি হল-

الْحَمْدُ للَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا، وَإِلَيْهِ النُّشُورُ

উচ্চারণঃ আলহামদুলিল্লাহ হিল্লাজি আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইল্লাইহিন নুশুর।

অর্থঃ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের মৃত বানানোর পর জীবিত করেছেন। আর তার দিকেই পুনরুত্থান। (বুখারি: ৬৩২৪ )

আল্লাহর কাছে দোয়াঃ

 ঘুম থেকে ওঠার পর আল্লাহর কাছে দোয়া করতে হবে। উবাদা ইবনে সামেদ (রা.) থেকে বর্ণিত হাদিসে নবী কারিম (সা.) ইরশাদ করেছেন, ' যে ব্যক্তি রাতের ঘুম থেকে জাগ্রত হয়ে এই দোয়া পাঠ করবে-

لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير، الحمد لله، وسبحان الله، ولا إله إلا الله الله أكبر، ولا حول ولا قوة إلا بالله.

উচ্চারণঃ ' লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শাইয়্যিন ক্বাদীর, আল-হামদু লিল্লাহ, ওয়া সুবহানাল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।'

অথবা বলবে, ' আল্লাহুম্মাগফিরলি'

اللهم اغفرلي

অর্থঃ ' হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন।'

মিসওয়াক করা বা মুখ পরিষ্কার করাঃ

 রাসুলুল্লাহ (সা.) ঘুম থেকে ওঠার পরে মিসওয়াক করতেন। এটি মুখের দুর্গন্ধ দূর করে এবং মুখের পরিষ্কার - পরিচ্ছন্নতার জন্য গুরুত্বপূর্ণ। (বুখারি, হাদিস: ২৪৫)

সূরা ইমরান পড়াঃ

 আকাশের দিকে তাকিয়ে সুরা ইমরানের শেষের ১০ আয়াত পড়া। (মুসলিম, হাদিস: ৬৭৩)
ওযু করা ও নামাজ পড়াঃ সকালে ঘুম থেকে উঠে ওযু করা এবং তাহাজ্জুদ বা ফজরের নামাজের জন্য প্রস্তুতি নেওয়া সুন্নত।

 আর যারা ফজরের আজান শোনার আগে উঠে যায়, তারা তাজন নামাজ পড়তে পারেন এবং ফজরের জন্য অজু করে প্রস্তুত থাকতে পারেন। সম্ভব হলে ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ার চেষ্টা করবেন।

নবীজির ঘুম থেকে উঠে কি করতেন?

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠলে সাহাবীদের সাথে মসজিদে ফজরের নামাজ আদায় করতেন। অতঃপর তিনি যেখানে সালাত আদায় করতেন সেখানেই বসে থাকতেন, সূর্য উদিত হওয়া পর্যন্ত আল্লাহকে স্মরণ করতেন এবং তার সাহাবীগণ রাসূলুল্লাহ (সা.) এর সাথে বসতেন।

হাদিসের আলোকে সকালে ঘুম থেকে ওঠার উপকারিতাঃ

হাদিসে সকালে ঘুম থেকে ওঠার অনেক উপকারের কথা উল্লেখ আছে। ইসলামের সকালবেলা ঘুম থেকে ওঠা এবং ফজরের সালাত আদায় করা সুন্নত হিসেবে বিবেচিত। হাদিসের আলোকে সকালে ঘুম থেকে ওঠার উপকারিতাসমূহ দেওয়া হলো-

সফলতা ও বরকত লাভঃ হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, " হে আল্লাহ! আমার উম্মতের জন্য তাদের সকালের সময়কে বরকতময় করে দিন।" (তিরমিজি)
তাই এই হাদিস থেকে বোঝা যায়, সকালের সময় কাজ শুরু করলে আল্লাহর পক্ষ থেকে সেই কাজে বরকত লাভ করা যায়।

শারীরিক ও মানসিক সুস্থতাঃ সকালে ওঠা এবং ফজরের সালাত আদায় করা মানুষের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য উপকারী। এই সময়ের বাতাস ও পরিবেশ বিশুদ্ধভা থাকে, যা শ্বাস-প্রশ্বাসে ইতিবাচক প্রভাব ফেলে। ইসলামিক চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী, সকালে ওঠার অফার স্বাস্থ্যকর।

রিজিকের প্রসার ও কাজের সামর্থ্য বৃদ্ধিঃ রাসুলুল্লাহ (সা.) বলেছেন, " সকালে যে ঘুমিয়ে থাকে, তার রিজিক কমিয়ে দেওয়া হয়।" (মুস নাদে আহমদ)
তাই এই হাদিসে সকালের কাজে উদ্যমি হওয়ার মাধ্যমে রিজিক বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যায়।

মানসিক শান্তি ও আত্মার প্রশান্তিঃ ফজরের নামাজ আদায় এবং সকালে ওঠার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জিত হয়। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, " ফজরের সালাতের তারপর থেকে সূর্যোদয়ের আগে পর্যন্ত দোয়া কর, কারণ এই সময় বিশেষভাবে বরকতময়।" (তিরমিজি)

সকালে ঘুম থেকে না উঠলে কি হয়?

সকালে ঘুম থেকে না উঠার ফলে কিছু নেতিবাচক প্রভাব দেখা যায়। আজকে সকালে নাম ঘুম থেকে না ওঠার কারণে শরীর, মন এবং জীবনের বিভিন্ন দিকের ওপর এর কিছু সাধারণ প্রভাব তুলে ধরা হলো-

  • ইসলামের দৃষ্টিতে সকালবেলা ঘুমিয়ে থাকলে রিজিকের বরকত কমে যায়। হাদিসে উল্লেখ আছে যে, কেউ যদি সকালবেলা ওঠে তাহলে আল্লাহ তাকে বরকত দান করেন। যারা সকালবেলা ঘুমিয়ে থাকে তারা আল্লাহর বরকতের সুযোগ থেকে বঞ্চিত হতে পারে।
  • সকালে দেরি করে ওঠা শরীরের জন্য ক্ষতিকর হতে পারে। এতে শরীরের জৈবিক ঘড়ি র বা সার্কাডিয়াম রিদম ব্যাহত হয়। ফলে হজমের সমস্যা, ওজন বৃদ্ধি এবং ডায়াবেটিসের মত সমস্যা দেখা দেয়।
  • যারা দেরি করে ঘুম থেকে ওঠেন, তাদের মধ্যে মানসিক চাপ ও বিষণ্ণতার প্রবণতা বেশি থাকে। সকালে দেরি করে ওঠার ফলে দিনের শুরুতে কাজের চাপ বৃদ্ধি পায়, যা স্ট্রোকের কারণ হতে পারে।
  • সকালে ঘুমিয়ে থাকলে দিন শুরু হতে দেরি হয় এবং গুরুত্বপূর্ণ কাজগুলো সমাগত সম্পন্ন করা সম্ভব হয় না। অনেক ক্ষেত্রে এতে করে ব্যক্তিগত ও পেশাগত জীবন ক্ষতিগ্রস্ত হয়।
  • সকালে ওঠা মানে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা, যেমন সূর্যোদয় দেখা পাখির ডাক শোনা। দেরি করে ওঠা মানে এসব থেকে বঞ্চিত হওয়া, যা মানসিক প্রশান্তির জন্য প্রয়োজনীয়।
  • সকালে নিয়মিত দেরি করে ওঠা ব্যক্তিরা পরিবার এবং সমাজের সময় মত অংশগ্রহণ করতে পারেন না। এর ফলে তারা পরিবারের সকালের সময়ের মিলনমেলায় উপস্থিত থাকতে পারেন না, যা পারিবারিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে।

পরিশেষেঃ

এতক্ষণ ধরে যারা আর্টিকেলটি পড়েছেন তারা নিশ্চয়ই জানতে পেরেছেন মুসলমানদের জন্য সকালে ঘুম থেকে ওঠার পর কি কি করণীয় আছে। তাছাড়া আমরা আরো জানিয়েছি সকালে ঘুম থেকে ওঠার উপকারিতা সম্পর্কে।

 আশা করি আর্টিকেলটি পড়ে আপনারা অনেক জ্ঞান অর্জন করতে পেরেছেন এবং আজকের পর থেকে একজন মুসলমান হিসেবে ঘুম থেকে ওঠার পর অবশ্যই করণীয়সমূহ পালন করবেন।

 আর যদি আর্টিকেলটি আপনাদের সামান্যতম উপকার করে থাকে তাহলে আপনাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সাফান বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url