OrdinaryITPostAd

রুম হিটার ব্যবহারের নিয়ম এবং বিভিন্ন ব্র্যান্ডের রুম হিটারের দাম জানুন

সবচেয়ে শক্তিসাশ্রয়ী রুম হিটার কোনটি?নিশ্চয়ই আপনারা এই শীতে রুম হিটার কেনার কথা ভাবছেন। কিন্তু বাজারে বিভিন্ন ধরনের রুম হিটার পাওয়া যাচ্ছে। তাই আপনারা বুঝতে পারছেন না কোন ধরনে রুম হিটার ভালো হবে। তাছাড়া রুম হিটার ব্যবহারের নিয়ম এবং বিভিন্ন ব্র্যান্ডের রুমটারের দাম সম্পর্কে আপনাদের কোন আইডিয়া নেই।

রুম হিটার ব্যবহারের নিয়ম এবং বিভিন্ন ব্র্যান্ডের রুম হিটারের দাম জানুন

বিভিন্ন জায়গায় সার্চ করার পরও সেরকম কোন তথ্য পাননি। তাই আজকে আর্টিকেলের মাধ্যমে আমরা আপনাদেরকে জানাতে যাচ্ছি রুম হিটার ব্যবহারের নিয়ম এবং বিভিন্ন ব্রান্ডের রুম হিটারের দাম সম্পর্কে।

ভূমিকাঃ

 প্রতিবছরই শীতের প্রকোপ বেড়েই চলছে। আর এই প্রচন্ড শীতে ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য আমাদের মাথায় যেটা সবার আগে আসে সেটি হল রুম হিটার কেনার কথা। বর্তমানে বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রুম হিটার পাওয়া যাচ্ছে। শীতকালে রুম হিটারের গুরুত্ব অপরিসীম।বিশেষ করে যাদের ঘরে ছোট বাচ্চা এবং বয়স্ক লোক রয়েছে। 

কেননা শীতকালে ছোট বাচ্চারা এবং বৃদ্ধ মানুষ সবচেয়ে বেশি শীতজনিত সমস্যায় ভোগেন। তাই আজকে আমরা এই আর্টিকেল এর মাধ্যমে বিভিন্ন ব্র্যান্ডের রুম হিটারের দাম তুলে ধরেছি,আপনি আপনার পছন্দমত যে কোন একটি রুম হিটার ক্রয় করতে পারেন। তাছাড়া আরো আমরা জানিয়েছি রুম হিটার ব্যবহারের নিয়মাবলী সম্পর্কে।

রুম হিটার কি?

রুম হিটার একটি বৈদ্যুতিক ডিভাইস যা শীতকালে রুম বা ছোট জায়গা গরম রাখার জন্য ব্যবহার করা। এটি তাপ উৎপন্ন করে এবং রুমের তাপমাত্রা বাড়ায়। মূলত, এটি গরম করার জন্য বিদ্যুৎ ব্যবহার করে এবং বিভিন্ন ধরনের প্রযুক্তি (যেমন ফ্যান, ইনফ্রারেড বা অয়েল ফিল্ড) এর উপর ভিত্তি করে কাজ করে।

রুম হিটার ব্যবহার করা কি নিরাপদ?

আবদ্ধ ঘরে রুম হিটারের দীর্ঘক্ষণ ব্যবহার বিপদজনক হতে পারে, কারণ এটি কার্বন মনোক্সাইড বিষক্রিয়ার ঝুঁকি বাড়ায়। তাছাড়া এটি মাথা ব্যথা, বমি বমি, মাথা ঘোরা এবং দুর্বলতার কারণ হতে পারে।

কোন হিটার স্বাস্থ্যের জন্য ভালো?

রেডিয়েন্ট হিটারগুলিকে স্বাস্থ্যের জন্য সর্বোত্তম বিকল্প হিসেবে বিবেচনা করা হয়, কারণ তারা আশেপাশের বাতাসকে গরম না করে বস্তু এবং লোকদের সরাসরি উষ্ণতা প্রদান করে। এই পদ্ধতিটির ধূলিকণা এবং অ্যলার্জেনের সঞ্চালন হ্রাস করে, তাছাড়া এটি শ্বাসযন্ত্রের সমস্যাযুক্ত ব্যক্তিদের জন্য আদর্শ করে তোলে।

রুম হিটার ব্যবহারের নিয়মঃ

চারোদিকে শীতের আমেজ ছড়িয়ে পড়েছে। যত দিন যাচ্ছে এই শীত জাকিয়ে বসেছে। আর এই হাড় কাঁপানো শীত থেকে রক্ষা পাওয়ার জন্য অনেকে রুম হিটার কেনার কথা ভাবছেন। কিন্তু রুম এটা শুধু কিনলেই হবে না। 


রুম হিটার ব্যবহারের সময় কিছু নিয়ম ও সতর্কতা মেনে চলা গুরুত্বপূর্ণ, কারণ এটি সঠিকভাবে ব্যবহার না করলে শুষ্ক বায়ু ত্বকের সমস্যা এবং আগুনের ঝুঁকি সৃষ্টি করতে পারে। রুম হিটার ব্যবহারের কিছু নিয়ম নিচে দেওয়া হল-

  • আপনার ব্যবহৃত রুম হিটারটি এমন জায়গায় রাখুন, যেখানে এটি সহজেই পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না।
  • রুম হিটার ব্যবহারের সময় দাহ্য বস্তু (যেমন পর্দা, সোফা, বিছানার চাদর ইত্যাদি) থেকে কমপক্ষে ৩ ফুট দূরে রাখুন।
  • বিশেষ করে রুম হিটার শিশু এবং গৃহপালিত প্রাণীদের নাগালের বাইরে রাখুন।
  • পর্যাপ্ত বাতাস চলাচল নিশ্চিত করতে জানালা বা দরজা সামান্য খুলে রাখুন।
  • আপনার ঘরের দরজা কিংবা জানালার ফাটল থাকলে তা বন্ধ করে দিন।
  • রুম হিটার উঁচু স্থানে না রেখে সব সময় ঘরের মেঝেতে সমতল স্থানে রাখার চেষ্টা করুন।
  • দুর্ঘটনা এড়াতে ঘর থেকে বের হওয়ার সময় রুম হিটার বন্ধ করে রাখুন।
  • রুম হিটার কাপড় দিয়ে কখনো ঢেকে রাখবেন না এতে করে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যায়।
  • রাতে রুম হিটার ৩-৪ ঘন্টা চালিয়ে রাখলেই হবে। কেননা বেশিক্ষণ রুম হিটার চালিয়ে রাখলে বিদ্যুৎ বিল বেশি আসে এবং শরীরে নানা ধরনের সমস্যা হতে পারে।

রুম হিটার ব্যবহারের সুবিধাঃ

রুম হিটার শীতকালে ঘর গরম রাখতে একটি কার্যকর যন্ত্র। এটি ব্যবহার করার কারণে কনকনের শীতের কষ্ট অনেকটাই লাঘব হয়ে যায়। আসুন জেনে নেওয়া যাক রুম হিটারের বিশেষ কিছু সুবিধা-

শীতের হাত থেকে রক্ষা পাওয়াঃ শীতকালে প্রচন্ড ঠান্ডায় রুম হিটার ঘরের তাপমাত্রা বাড়িয়ে আরামদায়ক পরিবেশ তৈরি করে। বিশেষ করে শিশু ও বয়স্কদের জন্য এটি খুবই কার্যকর।

তাপমাত্রা নিয়ন্ত্রণঃ রুম হিটার থাকলে শীতকালে আপনি আপনার পছন্দমত ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে রাখতে পারবেন।

শীতকালীন রোগ প্রতিরোধঃ শীতকালে ঠান্ডা জনিত অনেক রোগ বালাই হয়ে থাকে। যদি আপনার ঘর গরম থাকে তাহলে ঠান্ডা, সর্দি- কাশি এবং শীত জনিত অন্যান্য রোগের সম্ভাবনা কমে যাবে।

শিশু ও বয়স্কদের জন্য আরামদায়কঃ শিশু এবং বয়স্করা শীতকালে অল্পতেই অসুস্থ হয়ে পড়ে। কেননা এদের ঠান্ডা লাগার প্রবণতা বেশি থাকে। আর তাদের জন্য রুম হিটার একটি আরামদায়ক এবং নিরাপদ সমাধান হতে পারে।

দ্রুত উষ্ণতা প্রদানঃ রুম হিটার খুব দ্রুত ঘর গরম করে, বিশেষ করে যখন ঠান্ডা খুব বেশি থাকে। তাই তাৎক্ষণিক উষ্ণতা প্রদানের জন্য রুম হিটার একটি আদর্শ যন্ত্র।

সহজলভ্য ও সাশ্রয়ীঃ রুম হিটার বিভিন্ন দামের ও সাইজের পাওয়া যায়, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে ।

রুম হিটারের ক্ষতিকর দিকঃ

শীতকালে রুম হিটার আমাদের অনেক উপকার এবং আরামদায়ক উষ্ণতা প্রদান করলেও এর কিছু ক্ষতিকর দিক রয়েছে। তবে আপনাদের জানার সুবিধার্থে জেনে নেওয়া যাক রুম হিটারের ক্ষতি করে দিক সম্পর্কে-

বায়ু শুষ্ক করেঃ ও মিটার রুম হিটার বায়ু থেকে আর্দতা শোষণ করে জা ত্বক এবং শ্বাসযন্ত্রের জন্য ক্ষতিকর হতে পারে। তাছাড়া রুম হিটার যেহেতু বায়ু শুষ্ক করে তার কারণে ত্বক শুষ্ক, চুলকানি বা ফেটে যাওয়ার মত সমস্যা হতে পারে।

শ্বাসকষ্টের ঝুঁকিঃ দীর্ঘ সময় ধরে ঘরে রুমিতার জ্বালালে অক্সিজেনের তাপমাত্রা কমে যেতে পারে, যার ফলে যেসব মানুষের অ্যাজমা বা শ্বাসকষ্টজনিত সমস্যা আছে তাদের জন্য এটি বিপদজনক হতে পারে।

কার্বন মনোক্সাইড নির্গমনের ঝুঁকিঃ তেলভিত্তিক বা গ্যাস হিটার ব্যবহারের সময় সঠিক বায়ু চলাচল না করলে কার্বন মনোক্সার জমা হতে পারে। যার ফলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি হতে পারে।

আগুন লাগার ঝুঁকিঃ রুম হিটার দাহ্যবস্তু (যেমন পর্দা, সোফা, বিছানার চাদর) এর কাছাকাছি রাখলে আগুন লাগার সম্ভাবনা থাকে। এজন্য সঠিক নিরাপত্তা ব্যবস্থা না দিলে এটি আপনার জন্য বিপজ্জনক হতে পারে।

বাচ্চা ও পোষা প্রাণীর জন্য বিপদজনকঃ রুম হিটার শিশু বা পোষা প্রাণীর নাগালের মধ্যে থাকলে তারা ও সাবধানতাবশত পুড়ে যেতে পারে।

বিদ্যুৎ খরচ বেশিঃ রুম হিটার ব্যবহার করলে বিদ্যুৎ বিল অনেক বেড়ে যেতে পারে, বিশেষ করে যদি দীর্ঘ সময় ধরে চালানো হয়।

শারীরিক ক্লান্তি এবং নিদ্রাহীনতাঃ দীর্ঘ সময় ধরে রুম হিটারের শুষ্ক বায়ুতে থাকার ফলে মাথাব্যথা ক্লান্তি এবং নিদ্রাহীনতার মত সমস্যা দেখা দিতে পারে।

রোগ প্রতিরোধ ক্ষমতা কমাতে পারেঃ অনেক সময় ধরে গরম পরিবেশে থাকার ফলে শরীরের ঠান্ডার সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা হ্রাস।

বিভিন্ন ব্র্যান্ডের রুম হিটারের দামঃ

বর্তমানে বাংলাদেশে বিভিন্ন ব্র্যান্ডের ও মডেলের রুম হিটার পাওয়া যাচ্ছে। আমি আপনার পছন্দ অনুযায়ী এবং বাজেটের উপর নির্ভর করে যে কোন ধরনের ভূমিকা কিনতে পারেন। তবে আসুন জেনে নেয়া যাক বাংলাদেশের কয়টি জনপ্রিয় ব্র্যান্ডের রুম হিটারের মূল্য তালিকা সম্পর্কে-

ওয়ালটন রুম হিটারের বিভিন্ন মডেলের দাম:

ওয়ালটন WHM- PPTC2201
ওয়ালটন WHM- PFAN2601
মূল্য: ২,৫০০- ৫,০০০ টাকা।

মিয়াকো রুম হিটারের বিভিন্ন মডেলের দাম:

Model: PTC- 02
মূল্য: ২,০০০- ৪,০০০ টাকা।

সনি-রানসন হিটারের বিভিন্ন মডেলের দাম:

Model: FH- 04
মূল্য: ২,৫০০- ৪,৫০০ টাকা।

ভিশন রুম হিটারের বিভিন্ন মডেলের দাম:

Vision Comfort Heater
মূল্য: ২,২০০- ৪,০০০ টাকা।

ওয়ালটন রুম হিটারের বিভিন্ন মডেলের দাম:

Bajaj Minor Radiant Room Heater

মূল্য: ২,০০০- ৩,৫০০ টাকা।

মন্তব্যঃ

উপরে আর্টিকেলে আমরা রুম হিটারের গুরুত্ব সম্পর্কে জেনেছি এবং সুবিধা ব্যবহারের নিয়ম এবং বিভিন্ন ব্র্যান্ডের রুম হিটারের দাম সম্পর্কেও জানতে পেরেছি। এসব রুম হিটারের দাম মোটামুটিভাবে   সাধ্যের মধ্যেই রয়েছে।

 তাই যেকোনো ধরনের মানুষ এটি অনায়াসে কিনতে পারবে এবং নিজের শীত নিবারণ করতে পারবে। আশা করি আর্টিকেলটি পড়ে আপনারা রুম হিটার সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন এবং উপকৃত হয়েছে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

সাফান বিডির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url